নাটোর: নাটোরের কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল আজহার প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক মশিউর রহমানসহ সব শ্রেণি-পেশার মানুষ।
এদিকে, সিংড়া উপজেলার সোলাকুরা মাদ্রাসা ঈদগাহ মাঠে নামাজ আদায় করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
নাটোরে নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনাসহ সৌদি আরবে পদদলিত হয়ে নিহত হাজিদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২৯১৫
এএটি/এসআর