ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
পদদলিত হয়ে হাজিদের মৃত্যুর ঘটনায় শোক

ঢাকা: সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে হাজিদের প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

একই সঙ্গে শোক জানিযেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমানও।



শুক্রক্রবার (২৫ সেপ্টেম্বর) পাঠানো বার্তায় এ শোক জানান তারা।

বার্তায় দুই মন্ত্রী নিহত হাজিদের রুহের মাগফেরাত কামনা করেন।

একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা এবং আহত হাজিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে নিহত হন ৭১৯ জন হাজি ।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসএমএ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।