ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ভোলায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত ছবি: সংগৃহীত

ভোলা: ভোলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।



এতে জেলা প্রশাসক মো. সেলিম রেজা, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরজ্জুমান, সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইউনুছসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে, ভোলার বাংলাবাজার ফাতেমা খানম জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

পরে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান ও গ্রামের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

অপরদিকে, বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব চরফ্যাশনে, ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন লালমোহনে ও ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।