ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ নেই যাত্রীদের!

নুরুল আমিন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ নেই যাত্রীদের! ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদের নামাজের পর রাজধানীর বিভিন্ন রুটে অল্প সংখ্যক যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়েছে। বিকেলের দিকে বাসের সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন চালকরা।



অধিকাংশ বাসে যাত্রী কম থাকায় বেশি ভাড়া দাবি করছেন বাসের কন্ডাকটররা। তবে ঈদের দিনের এ অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ নেই যাত্রীদের।

যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের আগের দিন থেকেই রাজধানীতে গণপরিবহনের সংখ্যা কমতে থাকে। তাই ঈদের ছুটির তিন দিন রাজধানীতে যাত্রীবাহী বাস কম থাকায় কিছুটা দুর্ভোগে পড়তে হয়।

অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে যাত্রীরা বলেন, ঈদের দিন। রাস্তায় যাত্রীও কম, গাড়িও কম। বাসের অধিকাংশ সিটই খালি। তাই চালকরা বাড়তি ভাড়া আবদার করছেন। যাত্রীরাও কোনো ঝামেলা না করেই ওদের চাহিদা মতো টাকা দিচ্ছেন।

বাস চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঈদের ছুটির তিনদিন যাত্রী কম থাকায় অধিকাংশ চালাকই রাস্তায় গাড়ি বের করেননি। অল্প কিছু গাড়ি চলাচল করলেও যাত্রী পাওয়া যায়না। অনেক সিট খালি থাকে।

রাসেল খান নামের এক যাত্রী বাংলানিউজকে বলেন, স্ত্রী আর দু’সন্তান নিয়ে মিরপুরের পাইকপাড়ায় থাকি। বাবা-মাসহ পরিবারের অন্যরা থাকেন পুরান ঢাকায়।
 
তিনি বলেন, প্রতিবছরই নামাজ শেষ করে পুরান ঢাকায় যাই। ঈদের দিন রাস্তায় যানবাহন কম থাকায় চলাফেরা করতে কিছুটা দুর্ভোগে পড়তে হয়।

কল্যাণপুর থেকে ১০ টাকার ভাড়া ৩০ টাকা দিয়ে শাহবাগে আসেন রাসেল। অতিরিক্ত ২০ টাকা দিয়েও কোনো অভিযোগ না করে তিনি বলেন, ঈদের দিন বলে চালকরা চেয়ে কিছু টাকা বেশি নিচ্ছেন।
 
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এনএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।