ফরিদপুর: সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রলীগ নেতা নুরুল আহাদ চয়নের দাফন ফরিদপুরে সম্পন্ন হয়েছে।
নিহত চয়ন (২২) রাজধানীর ধানমণ্ডির নিউ মডেল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল হক মোল্লা জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) পারচর উচ্চ বিদ্যালয়ে নামাজে জানাজা শেষে সকাল দশটার দিকে নুরুল আহাদকে ফরিদপুর শহরের আলীপুর কবরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদি রেলগেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন চয়ন।
ফরিদপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার বেলাল হুসাইন জানান, নুরুল আহাদ চয়ন ঢাকা থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ধুলদি রেলগেট এলাকায় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলটি রাস্তার ওপড়ে দুমড়ে মুচড়ে যায়। এর ফলে ঘটনাস্থলেই মারা যান নুরুল আহাদ।
দুর্ঘটনায় একই মোটরসাইকেলের সহযাত্রী ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মামুন শেখ গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতেই কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২৯১৫
এএসআর