ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময়

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
হিলি সীমান্তে বিজিবি-বিএসএফ’র মিষ্টি বিনিময় ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হিলি (দিনাজপুর): পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুর হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) একে অন্যকে মিষ্টি উপহার দিয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে হিলি সীমান্তের চেকপোস্টে বিজিবি’র পক্ষ থেকে হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার এবং বিএসএফ’র পক্ষ থেকে হিলি ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর ইমামুল হক দুই বাহিনীর নেতৃত্ব দেন।



এর আগে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী একে অন্যের সঙ্গে কোলাকুলি করেন। এরপর ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ও বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডারসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা একে অপরকে মিষ্টি খাইয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিজিবি হিলি চেকপোস্ট ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার বাংলানিউজকে জানান, সীমান্তের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ বজায় র‍াখতে নিজ নিজ অবস্থানে থেকে সীমান্তের দায়িত্ব পালনে প্রতি বছরই ঈদসহ দুই দেশের বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে একে অন্যকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।