ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ঈদের জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
নেত্রকোনায় ঈদের জামাত অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নেত্রকোনা: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোনাবাসী উদযাপন করছেন ঈদুল আজহা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের প্রধান ও প্রথম জামাত অনুষ্ঠিত হয়।



এতে ইমামতি করেন, মসজিদের খতিব মাওলানা আজিজুল হক। পরে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল ৯টায়।

এতে আওয়ামী লীগের সহ সম্পাদক শফি আহমেদ, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, জেলা যুবলীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাসুদ খান জনিসহ হাজারো মুসল্লি অংশ নেন।

ঈদের জামাত শেষে পৌর মেয়র প্রশান্ত কুমার রায়, জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়া জেলায় ১ হাজার ৭৩০টি মসজিদ ও ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।