ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নিউইয়র্কে ঈদ অভ্যর্থনায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ আর কারো দয়া চায় না

বিশেষ সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
বাংলাদেশ আর কারো দয়া চায় না

ঢাকা: বাংলাদেশ আর কারো দয়া চায় না। নিজের সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করেই বাংলাদেশ নিজের ভাগ্য গড়বে।

নিউইয়র্কে এই ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে অভ্যর্থনা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী।

নগরীর লাগরডিয়া বিমানবন্দরে হোটেল ম্যারিয়টে প্রবাসী বাংলাদেশিদের এই অভ্যর্থনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আমরা টেকসই উন্নয়ন নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ, আর তার মধ্য দিয়েই দেশের প্রতিটি মানুষ মর্যাদার জীবন যাপন করতে পারবে।

যুদ্ধজয়ী দেশ হিসেবে বাংলাদেশ যে কোনও কঠিন পরিস্থিতি মোকাবেলায় ও যে কোনও লক্ষ্য অর্জনে সক্ষম, বলেন প্রধানমন্ত্রী।

ঈদ-উল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে জাতিসংঘে বাংলাদেশের স্থায় প্রতিনিধি ড. একে আবদুল মোমেন এই অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেন।

এর আগে হোটেল ওয়ার্ল্ডফ অ্যাস্টোরিয়ায় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। ৭০তম জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে এই হোটেলেই অবস্থান করছেন প্রধানমন্ত্রী।  

অভ্যর্থনা অনুষ্ঠানে শেখ হাসিনা আরও বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আর কোনও শক্তিই এই এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারবে না।



জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমীন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসীকল্যাণমন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রম্নত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী ও সজীব ওয়াজেদ জয়, নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. জাহিদ মালেক ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিনসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

শেখ হাসিনা এসময় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্যের কথা উল্লেখ করন এবং এবছর জাতিসংঘে যে টেকসই উন্নয়ন এজেন্ডা ২০৩০ নেওয়া হচ্ছে তাতেও বাংলাদেশের অঙ্গীকার ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে মত দেন।

তিনি বলেন, আমরা যখন কোনও সাফল্যের কথা বলি তখন মনে রাখতে হবে, বাংলাদেশ একটি ছোট দেশ, ১৬ কোটি মানুষের দেশ। এই বিপুল জনগোষ্ঠীর সার্বিক উন্নয়ন একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু বাংলাদেশের মানুষ এই চ্যালেঞ্জ নিতে জানে এবং তারা যে কোনও কিছু অর্জনে সক্ষম।

২০২১ সালের মধ্যে বাংলাদেশকে পুরোপুরি মধ্যআয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশে পরিণত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।

সৌদি আরবের মিনায় পবিত্র হজ পালনের সময় পদদলিত হয়ে পাঁচ বাংলাদেশিসহ অনেকের হতাহতের ঘটনায়ও গভীর শোক ও সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

তিনি জানান, তার সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আর প্রয়োজনীয় যে কোনও সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

মৃতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্তদের প্রতি সহমর্মীতা জানান প্রধানমন্ত্রী।

বাংলাদেশ সময় ১৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমএমকে  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।