ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত অপসারণ চলবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
বর্জ্যমুক্ত না হওয়া পর্যন্ত অপসারণ চলবে ছবি : সোহাগ / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পরিস্কার না হওয়া পর্যন্ত সিটি করপোরেশনের কোরবানির বর্জ্য অপসারণ কাজ চলবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা পৌনে তিনটায় রাজধানীর ধোলাইখাল সাদেক হোসেন খোকা মাঠের পাশে বর্জ্য অপসারণ কাজের উদ্বোধনের সময় তিনি এ কথা জানান।

 

মেয়র বলেন, যতোক্ষণ পর্যন্ত কোরবানির পরিস্কার না হবে ততোক্ষণ পর্যন্ত রাজধানীর কোরবানির বর্জ্য অপসারণ কাজ চলবে।

সাঈদ খোকন বলেন, কোরবানির বর্জ্য দিনের মধ্যেই পরিস্কার করা হবে। তবে যে সমস্ত জায়গায় গরুর হাট বসেছিলো সে সমস্ত জায়গার বর্জ্যগুলো পরিস্কার করা একটু কষ্টকর হচ্ছে। তারপরও এটা ভালোভাবে পরিস্কার করা হবে।

মেয়র বলেন, পরিস্কার করার পরও যদি কারও বাসার সামনে বর্জ্য থাকে তাহলে সিটি করপোরেশনের ওয়েবসাইটে অভিযোগের সুযোগ রয়েছে। অভিযোগ পাওয়ার পর সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিস্কারের ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২৮টি নির্ধারিত স্থানে নগরবাসী কোরবানি দেননি এ প্রশ্নের জবাবে মেয়র বলেন,  নির্ধারিত স্থানে কোরবানি দিতে হবে এ ব্যাপারে কোনো বাধ্যবাধকতা ছিলো না।   নগরবাসী যে যার বাড়ির আঙ্গিনায় কোরবানি দিতে পারবেন। নগরবাসীকে সম্পৃক্ত ও সচেতন করতে চাই। পর্যায়ক্রমে যেন সবাই এক জায়গায় কোরবানি দিতে পারেন। সিটি করপোরেশনের এ উদ্যোগ প্রতি বছরই থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
টিএইচ/বিএস/এএসআর

** কোরবানির বর্জ্য অপসারণ : রাজধানীতে নামছে ১৭ হাজার পরিচ্ছন্নকর্মী
** জনসচেতনতা চাইছে দুই সিটি কর্পোরেশন
** রাজধানীতে যত্রতত্র পশু জবাই
** নির্ধারিত স্থান ফাঁকা, জবাই রাস্তায়
** কদর বেশি ‘নয়া কসাইয়ের’
** ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত
** রাজধানীতে পশু কোরবানির সময় আহত ২৫
** মিনায় নিহতদের জন্য প্রধান জামাতে বিশেষ মোনাজাত
** জাতীয় ঈদগাহে প্রধান জামাতে লাখো মুসল্লি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।