ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আব্দুল মতিনের দাফন সম্পন্ন

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
সাংবাদিক আব্দুল মতিনের দাফন সম্পন্ন ছবি : প্রতীকী

ঢাকা: দেশের বিশিষ্ট সাংবাদিক আব্দুল মতিনের দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড মসজিদে নামাজে জানাজা শেষে তাজমহল রোড কবরস্থানে তাকে দাফন করা হয়।



শুক্রবার ভোরে রাজধানীর ধানমণ্ডি ২৬ নম্বর (পুরাতন) রোডের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন আব্দুল মতিন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

আব্দুল মতিন ১৯৩৬ সালে পাবনা জেলায় জন্ম নেন। দৈনিক সংবাদে কাজ করার মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবনের শুরু হয়।

এরপর দীর্ঘ কর্মজীবনে দ্য ডেইলি অবজারভারে বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ দৈনিক জনকণ্ঠের সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলে আব্দুল মতিন। এর মধ্যে তিনি অস্ট্রেলিয়ায় প্রেস মিনিস্টারের দায়িত্বও পালন করেন।

দীর্ঘ দিন ধরে হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন আব্দুল মতিন।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসএস/এটি/এএসআর

** সাংবাদিক আব্দুল মতিন আর নেই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।