ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় সাপের ছোবলে মুর্শিদা খাতুন (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার সোহাগিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার রিপন কুমার এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শুক্রবার দুপুর ২টার দিকে মুর্শিদা খাতুন নিজ বাড়ির পাশে খড়ের গাদার(পালা) কাছে গর্ত থেকে মাটি তুলছিল। এসময় বিষধর সাপের ছোবলে অসুস্থ হয়ে পড়ে সে। অচেতন অবস্থায় তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
পিসি/