ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মিনায় নিখোঁজ বাংলাদেশি নূর জাহান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
মিনায় নিখোঁজ বাংলাদেশি নূর জাহান

ঢাকা: সৌদি আরবের মিনায় যাওয়ার পরে এখনও নিখোঁজ রয়েছেন বাংলাদেশ থেকে যাওয়া ১১১ নম্বর মক্তবের হাজি নূর জাহান।

তার পাসপোর্ট নম্বর এজি ২০৫৬০৫২ এবং হাজি নম্বর ০৩৬৩২৫৩।



** নিখোঁজ হাজিদের তথ্য জানান

নূর জাহান বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ চর হোগলা এলাকার শফিক আলমের স্ত্রী।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে মোবাইল ফোনে বাংলানিউজের সঙ্গে আলাপকালে তার ছেলে রাসেল বলেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অন্যান্য হাজিদের সঙ্গে মিনায় যাওয়ার পথে ন‍ূর জাহান বিচ্ছিন্ন হয়ে পড়েন। এসময় তিনি বাংলাদেশে ফোন করে তার ছেলের সঙ্গে কথাও বলেন।

রাসেল তাকে মক্কায় ফিরে কোনো হোটেলে ওঠার পরামর্শ দিলে নূর জাহান জানান, তার মতো আরও এক নারী পথ হারিয়ে ফেলেছেন। কিছুক্ষণ অপেক্ষা করে যেতে না পারলে হোটেলে উঠবেন, আশ্বাস দেন নূর জাহান। এরপর দুপুরে রাসেলের মোবাইল ফোনে একটি এসএমএস আসে তার মাকে পাওয়া যাচ্ছে না।

রাসেল আরও বলেন, এসএমএস পাওয়ার পরে তার মায়ের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে এক পাকিস্তানি ব্যক্তি জানান, তিনি রাস্তায় একটি ব্যাগ কুড়িয়ে পান। ব্যাগের ভেতরেই মোবাইল ফোনটি ছিল। তবে ব্যাগটি কার তা তিনি জানেন না। পরে আরও একবার যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তথ্য নিতে রাসেল শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে হাজি ক্যাম্পে গেলে সেখান থেকে তাকে ঈদের ছুটি শেষে যোগাযোগ করতে বলা হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাসেলের মতো আরও অনেকেই এসেছেন হজে যাওয়া স্বজনদের খোঁজ নিতে।

বাংলানিউজকে পেয়ে তারা বলেন, এত বড় দুর্ঘটনার পরে সরকারের উচিৎ ছিল একটি বুথ চালু রাখা, যেন বাংলাদেশি হজ যাত্রীদের খোঁজ-খবর পাওয়া যায়।

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশিদের ব্যাপারে তথ্য জানতে এবং জানাতে যে হটলাইন খোলা হয়েছে সে নম্বরে (+৯৬৬৫৩৭৩৭৫৮৯৮ ও +৯৬৬৫০৯৩৬০০৮২) একাধিকবার চেষ্টা করে পাওয়া যায়নি বলে অভিযোগ নূর জাহানের পরিবারের।  

একই অভিযোগ পাওয়া গেছে, হজ ক্যাম্পে আসা অন্যদের পক্ষ থেকেও।

অভিযোগের পরিপ্রেক্ষিতে বা তালিকা অনুযায়ী বাংলাদেশের তাবুগুলোতে সবাই আছে কিনা খোঁজ নিলেই সঠিক তথ্য পাওয়া সম্ভব, বলে মনে করছেন এসব ভুক্তভোগী পরিবার।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এটি

** মিনায় নিখোঁজ বাংলাদেশি জাহিদুল

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।