ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অভিযোগে ভোলার মেঘনায় আটক তিন জেলেকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন এ দণ্ডাদেশ দেন।
এর আগে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মেঘনার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। এ সময় ১০০০ বর্গমিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আনছার (৩০), মহিবুল (২৫) ও জাহেদুল (২০)। এরা সবাই পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।
এদিকে, ১৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে জেলার ৩২টি বরফ কল। আগামী ৯ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, বিপনন ও মজুদ নিষিদ্ধ থাকবে। এ সময় ভোলায় মৎস্য বিভাগের অন্তত ১০টি টিম এবং কোস্টগার্ডের ৩টি টিম মেঘনার বিভিন্ন স্থানে টহল অব্যাহত রাখবে।
ভোলা সদর, বোরহানউদ্দিন, দৌলতখান, তজুমদ্দিন, লালমোহন, মনুপরা ও চরফ্যাশন উপজেলায় সরকারি হিসাবে ৮৮হাজার জেলে রয়েছে। মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় জেলেরা বেকার হয়ে পড়েছেন।
ভোলার জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিষ কুমার মল্লিক বাংলানিউজকে জানান, প্রতিটি উপজেলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান টিম টহলে রয়েছে। রাত ১২টার পর থেকে এ অভিযান শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমজেড