ঢাকা: রাজধানী ঢাকায় ঘুরে মনে হচ্ছে, এটি বিশ্বের অন্যতম একটি শান্তির শহর। কোথাও নেই কোনো যানজট, নেই কোলাহল।
সারাবছর এমন যানজট মুক্ত থাকলে ঢাকা শহরই হতো অন্যতম একটি শান্তির শহর, এমনই দাবি ব্যবসায়ী রবিউল ইসলামের। ফাঁকা ঢাকায় পরিবার নিয়ে বেড়াতে বের হয়েছেন তিনি।
![](files/September2015/September26/Dhaka_Faka1_777298653.jpg)
পবিত্র ঈদুল আজহা উদযাপনে শেকড়ের টানে কর্মজীবী মানুষ ছেড়ে গেছে রাজধানী। এজন্য বিশ্বের অন্যতম জনবহুল শহর ও ব্যস্ততম নগরী ঢাকা এখন অনেকটাই ফাঁকা।
ঢাকার চিরচেনা রূপ যেন বদলে গেছে। কোথাও কর্মব্যস্ত মানুষের ভিড় নেই। নেই গাড়ির বিকট হর্ন।
![](files/September2015/September26/Dhaka_Faka2_129866716.jpg)
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার মিরপুর, উত্তরা, মতিঝিল, পল্টন, মগবাজার, মৌচাক, মালিবাগ মোড়, রামপুরা, বাড্ডা, গুলশান, মহাখালীসহ ব্যস্ততম এলাকাতেও দেখা যায়নি কোনো যানজট।
ঢাকা ফাঁকা থাকায় স্ত্রী-সন্তান নিয়ে অনেকেই ঘুরে ঘুরে ঢাকার প্রকৃত সৌন্দর্য উপভোগ করছেন। কেউ পরিবার পরিজন নিয়ে বের হয়েছেন আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে।
![](files/September2015/September26/Dhaka_Faka3_591570750.jpg)
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এজেডকে/এসএস