ঢাকা: গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন শতশত দর্শনার্থী।
এদিকে, বিশেষ গাড়িতে চড়ে মুক্ত বাঘ, সিংহ, ভাল্লুক ও হরিণ দেখতে দীর্ঘ লাইন। প্রচণ্ড রোদ-গরম উপেক্ষা করেও থেমে নেই দর্শনার্থীদের ঈদ আনন্দ।
ধানমন্ডি থেকে আসা কলেজ ছাত্রী রেবেকা ও তোহা বলেন, আমরা কয়েক বন্ধু মিলে সাফারি পার্কে এসেছি মুক্ত বাঘ-সিংহ দেখতে। টিকেট নিতে দীর্ঘ লাইন থাকলেও এখানে অনেক ভালো লাগছে। আগে কখনও এখানে আসিনি।
এখানে এসে দেখলাম, বিভিন্ন প্রজাতির পাখি, বানর, কচ্ছপ, কুমির ও সাপ। এখানকার পরিবেশ মুগ্ধ করার মতো। রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালা।
খন্দকার শাহজাহান নামে এক দর্শনার্থী বলেন, সাভার থেকে পরিবারের সবাইকে নিয়ে সাফারি পার্কে এসে খুব ভালো লাগছে। যোগাযোগ ব্যবস্থাও অনেক ভালো।
বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসএস