ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

হটলাইনকে ধোঁকাবাজি বলছেন নিখোঁজদের স্বজনরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
হটলাইনকে ধোঁকাবাজি বলছেন নিখোঁজদের স্বজনরা

ঢাকা: মিনায় নিখোঁজ হাজিদের খোঁজখবরের জন্য খোলা বাংলাদেশ দূতাবাসের হটলাইনকে ধোঁকাবাজি বলছেন নিখোঁজদের স্বজনরা। ১০ বার কল করেও ফোন বন্ধ পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকে।

 

তুলনামূলক উদাহরণ টেনে তারা বলছেন, ভারত লিস্ট প্রকাশ করেছে। তাতে দেশটির কতো জন নিহত হয়েছেন, কতোজন আহত  আছেন তা জানা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ দূতাবাস সে কাজটি করতে পারেনি।  

এ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে পুলিশ হেডকোয়ার্টারসে নিয়োজিত এডিশনাল এসপি ড. চৌধুরী জাবের সাদেক বাংলানিউজকে বলেন,  দূতাবাসের কাছ থেকে দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে না। হটলাইন একটা ধোঁকাবাজি।

সৌদি সরকার তথ্য দিচ্ছে না বলে বাংলাদেশ দূতাবাস যে দাবি তুলেছে তা সঠিক নয় মন্তব্য করে তিনি বলেন, তারা ইচ্ছে করে এ কাজটা করছে। দেশের মানুষকে তথ্য দিচ্ছে না।
 
মিনার ওই দুর্ঘটনায় তার মামা মশফিকুল হোসাইন নিখোঁজ আছেন বলে জানান চৌধুরী জাবের।  

মশফিকুলের বাড়ি হবিগঞ্জ। তিনি পদ্মা এয়ার এজেন্সির মাধ্যমে ঢাকা থেকে হজে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
জেডএম/

** মিনায় নিখোঁজ আমিনের পরিবারে কেবলই আহাজারি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।