ভোলা: ভোলার চরফ্যাশনে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে ছয় জেলেকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ আদেশ দেন।
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন- ওমর, মনির, মিলন, মাসুদ, আজগর ও মনির। এরা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের একটি টিম উপজেলার তেঁতুলিয়া নদীতে অভিযান চালায়।
এ সময় ওই নদীর খেজুর গাছিয়া এলাকায় ইলিশ ধরার সময় তিন হাজার বর্গমিটার জাল ও একটি নৌকাসহ ছয় জেলেকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেকের ১ হাজার টাকা করে জরিমানা করা হয়। তাৎক্ষণিক তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করা হয়েছে।
এদিকে, সকাল ৬টার দিকে সদরের ভেদুরিয়া ও তুলাতলি পয়েন্ট থেকে ২৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লে. সাজ্জাদুর রহমান জানান, মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে নষ্ট ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এমজেড