ঢাকা: গ্রাহকের সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রিন ডেল্টা হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) তিনজনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ সেপ্টেম্বর) কমিশন মামলার অনুমোদন দেয়।
দুদকের অনুসন্ধান সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র বলছে, চলতি সপ্তাহে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
যাদের বিরুদ্ধে মামলা করা হবে তারা হলেন- গ্রিন ডেল্টা হাউজিংয়ের চেয়ারম্যান মো. নুরুল আমিন, এমডি বেলাল হোসেন ও মহাব্যবস্থাপক নিশীথ রঞ্জন সাহা।
দুদক সূত্রে জানা যায়, এ তিনজন পরস্পর যোগসাজশে প্রতারণার মাধ্যমে চুক্তিনামার শর্ত ভঙ্গ করে গ্রাহকের ফ্ল্যাট নির্দিষ্ট সময়ের মধ্যে না দিয়ে অর্থ আত্মসাত করেছেন।
দুদকের অনুসন্ধানে তাদের বিরুদ্ধে ওই অভিযোগের সত্যতা পাওয়ায় কমিশন দণ্ড বিধি ৪০৮/৪২০/ ১০৯ ধারায় মামলা করার অনুমোদন দেয়।
দুদকের সহকারী পরিচালক মো. আমির হোসেন অভিযোগটি অনুসন্ধান করেন।
২০০২ সাল থেকে আবাসন ব্যবসা করছে গ্রিন ডেল্টা। হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এডিএ/এমএ