ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বাগেরহাটে পুকুরে ডুবে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

বাগেরহাটে: বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আয়শা সিদ্দিকা (০২) নামে ওই শিশুর মরদেহ রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে গ্রামের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।



শিশু আয়শা কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাহেব নগর এলকার প্রবাসী সেলিম রেজার একমাত্র মেয়ে।

রামপালের পেড়িখালি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যন রফিকুল ইসলাম বাবুল বাংলানিউজকে জানান, ঈদের ছুটিতে মা রোকেয়া বেগমের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে শিশু আয়শা। দুপুরে পেড়িখালি গ্রামের আলী আজম কবিরের (খালু) বাড়ির পুকুরঘাটে বসে ‘খেলনা হাঁস’ নিয়ে একা একা খেলা করছিল সে। তবে এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

তিনি জানান, বিকেলে ওই পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটির মৃতদেহ তার গ্রামের বাড়ি মিরপুরের সাহেব নগরে পাঠানো হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যন।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।