ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

যশোরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
যশোরে মানবতাবিরোধী অপরাধে গ্রেফতার ১ ছবি : প্রতীকী

যশোর: যশোরের কেশবপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় লুৎফর মোড়ল(৭৫)নামে এক রাজাকারকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পরচক্রা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির সাবেক নেতা মাওলানা সাখাওয়াত হোসেনের সঙ্গে একই মামলার আসামি।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার লুৎফরকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।