নোয়াখালী: সৌদি আরবে পবিত্র হজ পালনের সময় হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন নূরজাহান বেগম রেবা (৬৮) নামে এক হাজি।
তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর গ্রামের মৃত এ কে এম সিরাজ উদ্দিনের স্ত্রী।
রোববার (২৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় মক্কায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
ওই মহিলা হাজির ছোট ভাই তপন সৌদি আরব থেকে মোবাইল ফোনে বাংলানিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, তার বড় বোন নূরজাহান বেগম রেবা হজ পালনের উদ্দেশে ৭ আগস্ট বাংলাদেশ ত্যাগ করেন। বুধবার (২৩ সেপ্টেম্বর) অন্যান্য হাজিদের সঙ্গে আরাফাতের ময়দানে পৌঁছার পর হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসইউ