ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে মধুমতি নদীতে নৌকাবাইচ

বাগেরহাট প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বাগেরহাটে মধুমতি নদীতে নৌকাবাইচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাগেরহাটে মধুমতি নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে জেলার মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীতে এ নৌকাবাইচ দেখতে ভিড় করেন হাজারো দর্শনার্থী।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ১২টি নৌকা অংশ নেয়।

মধুমতি নদীর আস্তাইল এলাকা থেকে নৌকাবাইচ প্রতিযোগিতাটি শুরু হয়ে মোল্লাহাট ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। নৌকাবাইচকে কেন্দ্র করে নদীর উভয় তীরে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। দোকানিদের নানা পণ্যের পসরায় সৃষ্টি হয় গ্রাম্য মেলার আবহ।

বাগেরহাটের বিভিন্ন উপজেলা ছাড়াও পার্শবর্তী গোপালগঞ্জ, নড়াইলসহ বিভিন্ন জেলার অসংখ্য মানুষ উপভোগ করেন ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ।

মোল্লাহাট উপজেলা পরিষদ আয়োজিত এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে মোল্লাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা।

বাংলাদেশ সময়: ০৪৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।