ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ যুবক আটক

গাজীপুর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
গাজীপুরে ইয়াবাসহ যুবক আটক ছবি : প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের শরীফপুর উত্তরপাড়া এলাকা থেকে ২০ পিছ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

আটক যুবকের নাম জাকির হোসেন (২৮)।

তিনি সিটি করপোরেশনের শরীফপুর উত্তরপাড়া এলাকার মৃত রফিজ উদ্দিনের ছেলে।

জয়দেবপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ওবায়দুল্লাহ জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদে জানা যায়, জাকির মাদক কেনাবেচা করছে। এ সময় অভিযান চালিয়ে ওই এলাকা থেকে জাকিরকে ২০ পিছ ইয়াবাসহ আটক করা হয়।

এ ঘটনায় রাতেই জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।