ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

শিশু সুমির বিয়ে সোমবার দুপুরে!

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
শিশু সুমির বিয়ে সোমবার দুপুরে! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা(কুমিল্লা): বিয়ের দাওয়াত কার্ড বিতরণ, যাবতীয় কেনা-কাটা সম্পন্ন, বাড়িতে আলোক সজ্জা, শেষ হয়েছে গাঁয়ে হলুদের অনুষ্ঠান। এখন বিয়ের পিঁড়িতে বসার অপেক্ষা।

আজ সোমবার(২৮ সেপ্টেম্বর)দুপুরে বেশ ঘটা করে বাল্যবিয়ে হবে শিশু সুমি আক্তারের(১২)।

সুমি আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল পশ্চিম পাড়ার বাহরাইন প্রবাসী দুলাল মিয়ার ছোট মেয়ে মহিচাইল যোবেদা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। চান্দিনার তীঁতপুর গ্রামের আলামিনের(৩০) সঙ্গে বিয়ে ঠিক করা হয়েছে তার।

রোববার(২৭ সেপ্টেম্বর) রাত ৯টায় ওই বিয়ে বাড়িতে গিয়ে দেখা যায়, রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আলোক সজ্জাসহ বাড়ির সামনে বিরাট তোরণ, সাউন্ড সিস্টেমে বাজছে বাংলা-হিন্দি গান, উঠানে আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীদের ভিড়। উঠানের এক পাশে চলছে বরযাত্রীসহ সব মেহমান আপ্যায়নের রান্নার প্রস্তুতি। ছোট্ট মঞ্চে শিশু সুমির গায়ে হলুদ মাখানো হচ্ছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বাংলানিউজকে বলেন, আমি বিয়ে বাড়িতে যাব এবং যেকোনো মূল্যে ওই শিশুকে বাল্যবিয়ের কবল থেকে রক্ষা করব।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।