ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল

ঢাকা: অস্ট্রেলিয়া দলের নিরাপত্তার বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে বসেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধি দল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পৌনে ১১টায় মন্ত্রণালয়ে আসেন তারা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা তাদের সঙ্গে রয়েছেন।

পরে নিরাপত্তা প্রধান শন ক্যারলের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা। তাদের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত আসবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রসচিব ড. মোহাম্মদ মোজাম্মেল হক খান, বিসিবি’র সভাপতি নাজমুল হাসান পাপন এমপি, সহ সভাপতি মাহবুব আনাম, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় ঢাকা পৌঁছেন দুই সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল। এরপর শন ক্যারল অস্ট্রেলীয় হাইকমিশনে বৈঠকে অংশ নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরীর সঙ্গে।

সোমবার বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। কিন্তু নিরাপত্তার আশঙ্কা দেখিয়ে সফর আপাতত স্থগিত করে তারা।

এতে সূচি অনুযায়ী দুই ম্যাচের টেস্ট সিরিজটিও অনিশ্চয়তায় পড়েছে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএস/এসকেএস/এএসআর
                                                                                                                                                                               


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।