ঢাকা: ঈদের ছুটি শেষে কর্মব্যস্ত মানুষ রাজধানীতে ফিরতে শুরু করায় সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই রয়েছে মানুষের প্রচন্ড ভিড়।
ঈদের ছুটির শেষে দ্বিতীয় কর্মদিবসে সোমবার (২৮ সেপ্টেম্বর) সদরঘাট লঞ্চ টার্মিনালে এ দৃশ্য দেখা যায়।
শুধু ঢাকায় ফিরে আসা মানুষের ভিড় নয়, ঢাকা ছেড়ে যাওয়া মানুষের ভিড়ও ছিলো চোখে পড়ার মতো। অনেকেই ঈদে যানজটের কারণে ঈদের সময় বাড়িতে না গিয়ে পড়ে যাচ্ছেন।
ঢাকায় ফেরত আসা অনেকের সঙ্গে কথা বলে জানা যায়, কেউ এখান থেকেই সরাসরি চলে যাবেন কর্মস্থলে। আবার কেউ কেউ বাসায় ফিরে একটু বিশ্রাম নিয়েই কাজের উদ্দেশ্যে বের হবেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিদর্শক নিয়াজ মোহাম্মদ খান বাংলানিউজকে বলেন, রোববারের তুলনায় ফিরে আসা যাত্রীদের চাপ একটু বেশি। তবে সেটা খুব বড় কিছু না। কোনো ধরণের সমস্যা ছাড়াই যাত্রীরা টার্মিনাল থেকে বের হয়ে যাচ্ছেন।
ঈদ শেষে ঢাকায় ফিরেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ চৌধুরী। তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করায় দ্রুতই ফিরে আসতে হল।
বগুড়া থেকে ঢাকায়েএসেছেন ইমরান হোসাইন নামের এক সরকারি চাকরিজীবী। তিনি জানান, পরিবারের সবাই গ্রামেই থাকেন। শত কষ্ট হলেও তিন-চার দিনের জন্য বাড়িতে গিয়েছিলাম। অতিরিক্ত ছুটি ছিল না তারপরও ফিরে আসতে একদিন বিলম্ব হয়ে গেছে। ওদিকে ছোট ভাই-বোনেরা ছাড়তে চায় না। অফিসে যেতে হবে তাই চলে আসছি।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকা ত্যাগ করা মানুষের ভিড়ও বাড়তে থাকে।
স্ত্রী সন্তানদের নিয়ে চাঁদপুরে শ্বশুর বাড়িতে বেড়াতে যাচ্ছেন আব্দুল হাই। হাস্যোজ্জ্বল মুখে তিনি বলেন, নানা ব্যস্ততায় গত ঈদে যাওয়া হয়নি। এবার না গেলে ছেলে-মেয়েরা মনে কষ্ট পাবে তাই সবাইকে নিয়ে যাচ্ছি।
বি আআইডব্লিউটিএ এর তথ্য অনুযায়ী, ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সদরঘাটে এসে পৌঁছেছে ৪৩টি যাত্রীবাহী লঞ্চ একই সঙ্গে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে টার্মিনাল ছেড়ে গিয়েছে ১১টি লঞ্চ।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এইচআর/বিএস