ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চুরির অপবাদে নির্যাতন

রাজধানীর চকবাজারে আহত শিশু গৃহকর্মী উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
রাজধানীর চকবাজারে আহত শিশু গৃহকর্মী উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকা থেকে আহত অবস্থায় শিল্পী (৯) নামের এক শিশু গৃহকর্মীকে উদ্ধার করেছে পুলিশ। তাকে ৫শ’ টাকা চুরির অপবাদ দিয়ে গৃহকর্তা-গৃহকর্ত্রী বেধড়ক মারধর করায় বাসা থেকে বের হয়ে আসে।

পুলিশ রাস্তা থেকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেছে শিশুটিকে।
 
মারধরের কারণে হাঁটতে পারছিল না শিল্পী। শরীরের অন্য জায়গায়ও আঘাতের চিহ্ন রয়েছে। হাঁটতে না পারায় শিল্পীকে কোলে করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের শিশু ওয়ার্ডে নিয়ে ভর্তি করে দেন পুলিশ সদস্যরা।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে চকবাজার থানার নূর ফাতাহ লেন বিদ্যুৎ অফিস সংলগ্ন রাস্তা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিল্পী রংপুর জেলার সেকান্দারের মেয়ে।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) ছাদেক মিয়া বাংলানিউজকে জানান, খবর পেয়ে শিল্পীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।

শিল্পীর বরাত দিয়ে ছাদেক জানান, শিশুটি এলাকার রিপন ও তার স্ত্রী কেয়ার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো। তবে বাসার ঠিকানা বলতে পারছে না সে।

সোমবার সকালে ৫শ’ টাকা হারানোর অপরাধে গৃহকর্তা ও গৃহকর্ত্রী শিল্পীকে বেধড়ক মারধর করেন বলে সে জানিয়েছে। পরে সে বাসা থেকে বের হয়ে আসে।

চিকিৎসা শেষে শিশুটিকে নিয়ে বাসা খুঁজে বের করা হবে বলেও জানান এসআই ছাদেক।

শিল্পী বাংলানিউজকে বলেছে, আমার মায়ের নাম রিনা। আমার বাবা আরও একটি বিয়ে করে গাজীপুর চৌরাস্তায় থাকেন। আমার সৎ মা অভিনয় আমাকে গত ৩ বছর আগে রিপন ও তার স্ত্রী কেয়ার বাসায় কাজে দিয়ে দেন।

শিল্পী কান্নাজড়িত কণ্ঠে বলে, আমি টাকা নেইনি। এরপরও আমাকে তারা বেধড়ক পিটিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এজেডএস/আরইউ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।