ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মেডিকেলে ভর্তিচ্ছুদের আন্দোলনে পুলিশি বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
মেডিকেলে ভর্তিচ্ছুদের আন্দোলনে পুলিশি বাধা

সিলেট: সিলেটে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধন ও মিছিলে বাধা দিয়েছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের রাস্তা অবরোধ করতে চাইলে পুলিশ বাধা দেয়।



শিক্ষার্থীদের অভিযোগ, রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছেন তারা। কিন্তু কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের কর্মসূচি পালনে বাধা দেয়। সকল শিক্ষার্থীদের সেখান থেকে সরে যেতে পুলিশ বাধ্য করছে বলেও অভিযোগ অন্দোলনকারী শিক্ষার্থীদের।

গত ১৮ সেপ্টেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু এর আগে রাতেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়।

অভিযোগ, মুহুর্তেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এ ঘটনা ধামাচাপা দিতে তরিঘড়ি করে ফলাফল প্রকাশ করা হবে বলে অভিযোগ উঠে। এরপর থেকে পরীক্ষা বাতিল ও প‍ুন:পরীক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সিলেট মহানগরীর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করতে চেয়েছিলো। আমরা তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছি। এখন শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে আন্দোলন করছে তারা।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।