পঞ্চগড়: পঞ্চগড়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড়ের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
এ সময় পুলিশ সুপার মো. গিয়াসউদ্দিন আহমদ, পঞ্চগড় পৌরসভার মেয়র মো. তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলায় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জেলায় কর্মরত এনজিও ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০টি স্টল বসানো হয়েছে।
এর আগে মেলা উপলক্ষে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি অডিটোরিয়ামে এসে শেষ হয়।
বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি/