ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে ট্রাকাচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
গাংনীতে ট্রাকাচাপায় নিহত ১ ছবি : প্রতীকী

মেহেপুর: মেহেরপুরে বুলবুলী খাতুন (৩৭) নামে এক গৃহবধূ নিহত হযেছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বুলবুলী খাতুন গাংনী উপজেলার ভরাট গ্রামের দাউদ হোসেনের স্ত্রী।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়ক পার হচ্ছিলেন বুলবুলি খাতুন। এসময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি ট্রাক (কুষ্টিয়া ট-১১-১৩২৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছেন। স্থানীয়রা ট্রাকটি আটক করেছে। পালিয়েছেন ট্রাক চালক।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।