রাজশাহী: রাজশাহীতে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিটি করপোরেশনের গ্রীন প্লাজায় এ মেলার উদ্বোধন করা হয়।
রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমবারের মতো এই উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এর আগে নগর ভবন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- সংরক্ষিত আসের নারী সংসদ সদস্য আকতার জাহান, রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দিন আহমদ।
এতে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা জেলা প্রশাসক ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আতাউল গনি, জেলা তথ্য অফিসের উপপরিচালক শামসুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সরকারের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, উন্নয়নের গতিশীলতা সম্পর্কে সকলকে অবহিত করার লক্ষ্যে এই উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।
মেলায় বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিভিন্ন স্টল রয়েছে। রয়েছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে রিয়েলিটি শো এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে। এর পর রাতে মেলার বিশেষ আকর্ষণ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে স্থানীয় শিল্পীদের এতে গান পরিবেশন করবেন।
আগামী ৩০ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠানের মধ্যদিয়ে মেলা সমাপ্ত ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএস/বিএস