ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেট দুই লক্ষাধিক টাকার মদ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
সিলেট দুই লক্ষাধিক টাকার মদ উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটে ‍দুই লক্ষাধিক টাকার মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের ছাতক উপজেলার নিজগাঁও এলাকা থেকে মদের চালানটি উদ্ধার করে বিজিবি ৫ ব্যাটালিয়নের নোয়াকোট সীমান্ত ফাঁড়ির সদস্যরা।

 

ফাঁড়ির হাবিলদার মো. ইসহাক আলী নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ, ৪৮ বোতল ভারতীয় ব্লু রিবেন্ড টেংগো মদ, ৪৫ বোতল ভারতীয় এমসি ডুয়েল মদ এবং ১২ বোতল ভারতীয় এসি ব্ল্যাক মদ উদ্ধার করা হয়।

উদ্ধার মদের অনুমানিক মূল্য ২লাখ ২৯ হাজার ৫শ’ টাকা। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানানো হয়।
 
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এনইউ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।