ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হজে বাংলাদেশের নিহত ১০, নিখোঁজ ৯৮

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
হজে বাংলাদেশের নিহত ১০, নিখোঁজ ৯৮ ছবি : সংগৃহীত

ঢাকা: সৌদি আরবের মিনায় পদদলিতের ঘটনায় বাংলাদেশের ১০ জন হাজি নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া নিখোঁজ রয়েছেন ৯৮ জন।



সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাংবাদিকদের এসব তথ্য জানান যুগ্ম-সচিব ডা. মো. বোরহানউদ্দিন।

এসময় তিনি জানান, তিনজন হাজির পরিচয় নিশ্চিত হতে পেরেছেন তারা।

উপ-সচিব মো. ফয়জুর রহমান ফারুকী মোবাইল ফোনে বাংলানিউজকে জানান, অফিসিয়ালি এ তথ্য তাদের কাছে রয়েছে।

নিহত হাজিদের মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারিভাবে নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। মরদেহ আনা ও দাফনের বিষয়ে নিহতদের পরিবারের মতামত প্রাধান্য পাবে বলেও এ কর্মকর্তারা জানান।

নিখোঁজদের খুঁজতে বেশ বেগ পেতে হচ্ছে জানিয়ে ডা. বোরহানউদ্দিন বলেন, কব্জির বেল্ট, পাসপোর্টসহ যেসব সামগ্রী নিজেদের সঙ্গে রাখার কথা, তা অনেক সময় রাখেন না হাজিরা। এ কারণে তাদের চিহ্নিত করা কষ্টকর হয়ে পড়ে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে মিনার বড় জামারাতে পদদলিতের ঘটনায় ৭৬৯ জন হাজির মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও অন্তত ৯৩৪ জন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫/আপডেট: ১৫২০ ঘণ্টা
এসকেএস/জেডএস/আরএইচ

** নাসিরনগরের ২ হাজির মৃত্যু, নিখোঁজ ৩
** মিনা ট্র্যাজেডি: আলফাডাঙ্গার দুই হাজি নিখোঁজ
** আবুল কাশেমের মৃতদেহ একবার দেখতে চায় সন্তানেরা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।