ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

কুলাউড়ার একই পরিবারের ৩ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
কুলাউড়ার একই পরিবারের ৩ জনের মৃত্যু ছবি : সংগৃহীত

মৌলভীবাজার: মিনায় পদদলিত হয়ে মৌলভীবাজারের কুলাউড়ার একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে বলে দাবি স্বজনদের।

নিহতরা হলেন- কুলাউড়া পৌরসভার উত্তরবাজারের বাসিন্দা মহিব উদ্দিন আহমদ (৭১), তার স্ত্রী রাবিয়া বেগম (৬০) ও ছেলে জালাল উদ্দিন আহমদ মনি (৩৫)।

 

সোমবার (২৮ সেপ্টেম্বর) কুলাউড়া পৌরসভার মেয়র কামাল আহমদ জুনেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পৌর মেয়র কামাল আহমদ বাংলানউজকে জানান, বাবা-মা ও ছেলে পবিত্র হজ পালন করতে সৌদি আরব যান। মিনা ট্র্যাজেডির দিন থেকে তারা নিখোঁজ ছিলেন। সৌদি আরব থেকে যে টেলিফোন নম্বরে তাদের আত্মীয় স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলতেন সেটা বন্ধ ছিল।

তাদের পরিবারের পক্ষ থেকে পাসপোর্ট নম্বর ও ছবিসহ সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করা হলে সৌদিআবর হজ মিশনের সমন্বয়কারী হাসান জাহাঙ্গীর তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

** ব্রাহ্মণবাড়িয়ার আরো একজনের মৃতদেহ শনাক্ত

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।