কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় লবণ বোঝাই ট্রাক ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাংয়ের গোয়ালমারায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে চট্টগ্রামগামী লবণ বোঝাই ট্রাক ও কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ সময় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে আগুন ধরে গেলে ৫ জন দগ্ধ হন। এছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর