ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, দগ্ধ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
চকরিয়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, দগ্ধ ৫ প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় লবণ বোঝাই ট্রাক ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষে শিশু ও নারীসহ তিনজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

এদের মধ্যে মাইক্রোবাসে অগ্নিকাণ্ডে ৫ জন দগ্ধ হন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাংয়ের গোয়ালমারায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে চট্টগ্রামগামী লবণ বোঝাই ট্রাক ও কক্সবাজারগামী পর্যটকবাহী মাইক্রোবাসের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ সময় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসে আগুন ধরে গেলে ৫ জন দগ্ধ হন। এছাড়া আরও ৫ জন আহত হয়েছেন।  

আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বাংলানিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।