গাজীপুর: গাজীপুর সিটি করেপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে একটি কলোনিতে আগুন লেগে ৪০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দুপুর ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস এলাকায় আবদুর রশিদের ছেলে সাখাওয়াত হোসেনের একটি কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়।
খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে শত্রুতার জের ধরে আগুন লাগানো হয়েছে, এমন দাবি কলোনি মালিক সাখাওয়াত হোসেনের।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জেডএস