হিলি(দিনাজপুর): অবৈধপথে ভারতে গিয়ে আটক বাংলাদেশি যুবক চানক্য চন্দ্র রায়কে (১৯) বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার(২৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখা দিয়ে তাকে ফেরত দেওয়া হয়।
এসময় তার কাছে থাকা বাংলাদেশি ২৭ হাজার ১৬০ টাকা এবং ভারতীয় ৩১২ রুপিও ফেরত দেওয়া হয়। চানক্য চন্দ্র রায় নওগাঁ জেলার মহাদেবপুর থানার সারাশন গ্রামের মৃত নবীন চন্দ্র রায়ের ছেলে।
এর আগে সীমান্তের শূন্যরেখার পাশে বিজিবি চেকপোস্টে দুইবাহিনীর মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইমামুল হক এবং বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার। বৈঠক শেষে ওই যুবককে বিজিবির কাছে ফেরত দেয় বিএসএফ।
বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল জব্বার জানান, অনুপ্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশি যুবককে সোমবার দুপুরে বিএসএফ আমাদের হাতে তুলে দেন। কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পরে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হবে।
বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
পিসি