ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

ব্রাহ্মণবাড়িয়ার আরো একজনের মৃতদেহ শনাক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ার আরো একজনের মৃতদেহ শনাক্ত জাহেদুল ইসলাম ভূঁইয়া স্বপন

ব্রাহ্মণবাড়িয়া: সৌদি আরবের মিনায় শয়তান স্তম্ভে পাথর নিক্ষেপের সময় পদদলিতের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার জাহেদুল ইসলাম ভূঁইয়া স্বপন (৪০) নামে আরো এক হাজির মৃতদেহ শনাক্তের খবর পাওয়া গেছে।

তিনি কসবা উপজেলার খাড়েরা গ্রামের নুরুল ইসলাম ভূঁইয়ার ছেলে।

তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ঢাকার বাসাবো এলাকায় বসবাস করতেন।

স্বপনের বড় ভাই আমিনুল ইসলাম ভূঁইয়া তপন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, তার ছোট ভাই খাইরুল ইসলাম ভূঁইয়া জীবনকে সঙ্গে নিয়ে এবার হজে যান স্বপন। ২৭ সেপ্টেম্বর জীবন সৌদি আরব থেকে মোবাইলে ফোনে পদদলনের ঘটনায় স্বপনের মৃত্যুর খবর তাদের জানান।

জীবন তাদের জানিয়েছেন, মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলনের ঘটনার পর থেকে স্বপনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালের মর্গে পরিচয়পত্র দেখে ভাইয়ের মৃতদেহ শনাক্ত করেন তিনি।

এরআগে একই উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামের বাসিন্দা রেল কর্মচারী গোলাম মোস্তফা ওরফে খালেকের (৫৫) মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।