মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা নদীতে ইলিশ শিকারের চেষ্টাকালে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এছাড়া ৬ জেলেকে আটক করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে কোস্টগার্ড ও জেলা মৎস্য অফিস যৌথভাবে এ অভিযান চালায়।
জব্দকৃত জালসহ আটক জেলেদের জেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলেদের জরিমানা করা হয়।
কোস্টগার্ড পাগলা ক্যাম্পের কমান্ডার মো. হাসানুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. অলিউর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত প্রত্যেক জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছে। এছাড়া জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর