ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরে ৪ জেলের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
কমলনগরে ৪ জেলের জেল-জরিমানা প্রতীকী

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে এক জেলের দুই বছরের কারাদণ্ড ও তিন জেলকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ রায় দেন।



এর আগে দুপুর ১২টার দিকে নদীর পেতনার খাল এলাকায় ইলিশ শিকারকালে পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় এক হাজার মিটার জাল ও তিন কেজি ইলিশ জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রামগতি উপজেলার বালুর চর গ্রামের আবদুল করিমের ছেলে মো. আবদুর রহিম (২২), একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে আক্তার হোসেন (১৮), মো. করিমের ছেলে আবদুল হান্নান (২২) ও নুরুল ইসলামের ছেলে আকবর হোসেন (২০)।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ইব্রাহীম হামিদ শাহিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।