ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বগুড়ায় অজ্ঞাত পরিচয় দুই ব্যক্তির লাশ উদ্ধার

বগুড়া: জেলার শেরপুর উপজেলায় পৃথক দু’টি স্থান থেকে অজ্ঞাত পরিচয়ের দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালের দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর বাজার ও ধনকুণ্ডি এলাকা থেকে লাশ দু’টি উদ্ধার করা হয়।

তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) শামীম হোসেন লাশ উদ্ধারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
 
মৃত্যুর কারণ নিশ্চিত নয় উল্লেখ করে এএসআই শামীম হোসেন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই সবকিছু জানা যাবে। তবে ধারণা করা হচ্ছে, নিহতদের একজন বাসের ধাক্কায় ও অপরজনের যাত্রীবাহী বাসের ছাদ থেকে পড়ে মারা গেছেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩০ ঘন্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।