ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে।
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 
 
নিহতরা হলেন- কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের বাসিন্দা ছফের আলী মণ্ডল (৬৫) ও তার ভাতিজা আব্দুস ছালাম (৩২)।  
 
দুর্ঘটনায় ছফের আলীর স্ত্রী হাজরা খাতুন (৫০) আহত হয়েছেন।
 
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে হাজরা খাতুন বাড়ির আঙিনায় বিদ্যুৎ লাইনের তারের উপর কাপড় শুকাতে দিচ্ছিলেন। এ সময় তার ছিঁড়ে তার গায়ে লাগে।  
 
হাজরা খাতুনের শরীর থেকে বিদ্যুতের তার ছাড়াতে গিয়ে তার স্বামী ছফের আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় চাচা-চাচীকে রক্ষা করতে ঘটনাস্থলে ছুটে আসেন ভাতিজা আব্দুল ছালাম। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন।  
 
পরে, তাদের উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্বজনরা। সেখানে দায়িত্বরত চিকিৎসক চাচা-ভাতিজাকে মৃত ঘোষণা করেন।  
 
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন ঘোষ এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আব্দুস ছালাম ও ছফের আলীকে মৃত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনে স্বজনরা। আহত হাজরা খাতুনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।