সুনামগঞ্জ: চাকরি জাতীয়করণের দাবিতে সুনামগঞ্জে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপি) জেলা শাখা অবস্থান ধর্মঘট পালন করেছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন- জেলা সিএইচসিপি’র সভাপতি মো. তানজিল মিয়া, সাধারণ সম্পাদক ইউনুছ আলী, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, অর্থ সম্পাদক মো. আখতার হোসেন, সিএইচসিপি নেতা জানাব আলী, লিংকন, লিটন চক্রবর্তী, দিলোয়ার হোসেন, আলিম উদ্দিন পলাশ ও সাফিয়া আক্তার প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/আরএম।