ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সিংগাইরে স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
সিংগাইরে স্বামীর মরদেহ উদ্ধার, স্ত্রী আটক

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় শহিদুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
 
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চর জামালপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


 
এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্ত্রী নাজমা বেগমকে (২৮) আটক করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ।  
 
শহিদুল ইসলাম চর জামালপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।  
 
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সকালে নিজ বাড়ির বারান্দার ছোট কক্ষে শহিদুলের ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। খবর পেয়ে দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
 
নিহত শহিদুলের বাবার বরাত দিয়ে ওসি আরো জানান, রাতে শহিদুল বারান্দার ওই কক্ষে একাই শুয়ে ছিলেন। তার স্ত্রী নাজমা বেগম সন্তান নিয়ে বড় ঘরে শুয়ে ছিলেন। সকালে বারান্দার ওই কক্ষে শহিদুলকে অনেক ডাকাডাকির পরেও কোনো খোঁজ না পাওয়ার জানালা ভাঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।  
 
এ ঘটনার জন্য শহিদুলের স্ত্রী নাজমা বেগম দায়ী বলে পুলিশকে জানায় শহিদুলের বাবা। বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।