গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পানিতে ডুবে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কেন্দুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত স্কুলছাত্ররা হলো- কেন্দুয়া গ্রামের কাজী নজরুল ইসলামের ছেলে ইফতেখার রহমান ইফতি কাজী (১২) ও ঢাকার নিকুঞ্জ এলাকার বাসিন্দা শাহীন আহম্মেদের ছেলে রাগীব শাহরিয়ার সামি (১৪)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।
ঈদের ছুটিতে তারা কেন্দুয়া গ্রামে কাজী আমির হোসেনের বাড়িতে বেড়াতে আসে। কাজী আমির নিহত ইফতির দাদা এবং সামির নানা। ইফতি ফরিদপুর জেলা স্কুলের পঞ্চম শ্রেণি ও সামি নিকুঞ্জ এলাকার একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্কুলছাত্রদের স্বজন কেন্দুয়া গ্রামের কাজী মোস্তফা জামান লিটন বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে দুই স্কুলছাত্রসহ ৫/৭ জন শিশু-কিশোর বাড়ির পাশে সুমন মিয়ার পুকুরে গোসল করতে নামে। কিন্তু, সাঁতার না জানায় ইফতি ও সামি পুকুরের পানিতে তলিয়ে যায়।
অন্যরা পুকুর থেকে উঠলেও তাদের না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুর থেকে তাদের উদ্ধার করে। তাৎক্ষণিক মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রায়হান ইসলাম শোভন জানান, বেলা পৌনে ২টার দিকে তাদের চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু, এর আগেই তারা মারা যায়।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমজেড