ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বোয়ালমারীতে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বোয়ালমারীতে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ২০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: যৌন হয়রানিকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে সাত গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।



সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে শেখর ইউনিয়নের সহস্রাইলের বটতলা ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাজারের ব্যবসায়ী চুন্নু বিশ্বাস জানান, শেখর ইউনিয়নের মাইটকুমরা গ্রামের এক ব্যক্তি তার স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সহস্রাইল বাজারে যান। এসময় ওই গ্রামের কয়েক তরুণ দুই নারীকে উত্ত্যেক্ত করে। প্রতিবাদ করলে ওই ব্যক্তিকে মারধর করে বেশ কয়েকজন তরুণ।

এ ঘটনার জের ধরে সোমবার সকাল ৭টার দিকে বটতলা ঈদগাহ এলাকায় ওই ব্যক্তির পক্ষে মাইটকুমরা, ভুলবাড়িয়া ও গঙ্গানন্দপুরের গ্রামের লোকজন সহস্রাইল এলাকায় আসে।

অন্যদিকে সহস্রাইল, দরি সহস্রাইল, ছত্রকান্দা ও বাঘডাঙ্গা গ্রামের মানুষও তাদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

খবর পেয়ে শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রইসুল ইসলাম ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। এ সময় চেয়ারম্যানের ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে চেয়ারম্যানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ।  

ইউপি চেয়ারম্যান রইসুল ইসলাম জানান, সংঘর্ষের সময় সহস্রাইল ও ছত্রকান্দার লোকজন শতাধিক পেট্রোল বোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

সংঘর্ষে দুইপক্ষের ২০ জন আহত হয়েছে। এর মধ্যে হোসেন মেম্বার, ছিদ্দিক খান ও রুবেল হোসেনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।  

পুলিশ জানায়, সংঘর্ষে আহত ফারুক মোল্যা (৪২), মহব্বত (৫০), তুহিন (২০), জুবায়ের (২৪), হাবিবুরকে (২৭) বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরর আব্দুল্লাহ (১৮), হাবিল (২৮), রুবেল (২৮), রিয়াজ (১৪), আল-আমিন (২৭), সোহেল (২৭),মিকাইল (৩৪), আবু শাহিদ (২৩), রফিকুল (৩৮), ইকলাসকে (২৫) আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এখন অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।