সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ট্রেনের ছাদ থেকে পড়ে আমিনুল ইসলাম (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে বঙ্গবন্ধু ইকোপার্ক গেট এলাকায় এ ঘটনা ঘটে।
আমিনুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুকদার পাড়ার গোলজার হোসেনের ছেলে।
সিরাজগঞ্জ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) হায়দার আলী বাংলানিউজকে জানান, দুপুরে ঢাকা থেকে রংপুরগামী ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে এলে আমিনুল ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এটি