ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মুন্সীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
মুন্সীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

মুন্সীগঞ্জ: ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আজমির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদরের লোহারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।



আজমির মুন্সীগঞ্জ সদরের লোহারপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের নাতি। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায়।

স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায় আজমির। সোমবার দুপুর ১টার দিকে খেলার একপর্যায়ে লোহারপুল গ্রামের নানা বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।

অনেক খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ সেপ্টেম্বর ২৮ ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।