মুন্সীগঞ্জ: ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আজমির (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জ সদরের লোহারপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
আজমির মুন্সীগঞ্জ সদরের লোহারপুর গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীনের নাতি। তার বাবার বাড়ি নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায়।
স্থানীয়রা জানায়, ঈদ উপলক্ষে বাবা-মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে যায় আজমির। সোমবার দুপুর ১টার দিকে খেলার একপর্যায়ে লোহারপুল গ্রামের নানা বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে।
অনেক খোঁজাখুঁজি করে প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬২৫ সেপ্টেম্বর ২৮ ২০১৫
এমজেড