গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ২৪০ পাউন্ড ওজনের ৬৯ ফুট লম্বা কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মদিন উদযাপন করেছেন নেতাকর্মীরা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সের পাবলিক প্লাজায় এ কেক কাটা হয়।
এ সময় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধা লীগের সভাপতি শেখ আহম্মেদ হোসেন মির্জা, প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ বেলাল হোসেন বাবু, শেখ সাইফুল ইসলাম, শুকুর আহম্মেদ, সৈয়দ নজরুল ইসলাম, আব্দুস ছামাদ বিশ্বাস, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ বাবুল হোসেন খোকনসহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরআগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পমালা অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
পরে সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর