সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের শান্তিবাগ এলাকায় ঝিলের পানিতে ডুবে সজল দাস (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সজলের মা তার বড় ভাইকে নিয়ে স্কুলে যান। এসময় সজল একা বাড়িতে ছিল। মা বাড়ি ফিরে সজলকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর বেলা ১১টার দিকে বাড়ির পাশের ঝিলে মুমূর্ষু অবস্থায় তাকে পাওয়া যায়। এ অবস্থায় সজলকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খেলতে খেলতে পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৫
এসআই